ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মনিরামপুর আওয়ামীলীগ নেতা আক্তারের মোটরসাইকেল শোভাযাত্রা

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

পরিষদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুরের রোহিতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক আক্তারুজ্জামান আক্তার। এ লক্ষে গতকাল রোববার তার পক্ষে ইউনিয়নের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১নং রাহিতা ইউনিয়ন থেকে তিনি এবার আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার। আগামী ইউপি নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন করার ইচ্ছায় প্রচার-প্রচারণার পাশাপাশি দলীয় নেতাকর্মী সাথে নিয়ে অনেক আগে থেকে ইউনিয়নে বিভিন্ন রকম সামাজিক কর্মকন্ড অংশ নিয়ে থাকেন তিনি। চলতি বছরের মার্চের শেষ নাগাদ নির্বাচন কমিশন হতে তফসীল শুরু হতে পারে।
প্রচারণার অংশ হিসেবে গতকাল রোববার বিকালে আক্তারুজ্জামান আক্তারের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষন করে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। মোটরসাইকেল শোভা যাত্রায় অংশ নেয়া কয়েকজন দাবী করেন, বয়সে তরুণ হলেও আওয়ামীলীগের নিবেদিত প্রাণ অনেকেই সরাসরি তার সাথে প্রচারণায় বের হচ্ছেন এবং এলাকাবাসী অকুন্ঠ সমর্থন জানিয়েছেন। ইতোমধ্যে ইউনিয়ন ব্যাপি তিনি স্বতন্ত্র ইমেজ তৈরি করতে সমর্থ হয়েছেন।
মনোনয়ন প্রত্যাশী আক্তারুজ্জামান আক্তার বলেন, মানুষের আস্থা অর্জন করায় আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ত্যাগী, শিক্ষিত ও পরিচ্ছন্ন তরুণ নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছেন। ইউনিয়নকে মাদক, দূষণমুক্ত ও জনবান্ধব করার পাশাপাশি একটি ডিজিটাল ইউনিয়ন তৈরি করার চেষ্টার লক্ষে আমার দল আমাকে মনোনয়ন দিবে এবং মনোনয়ন নিয়েই এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারবো বলে আমি বিশ্বাস করি।
এসময় মোটরসাইকেল শোভাযাত্রায় তাঁর সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, শাহিনুর রহমান, আলতাফ হোসেন, মতিয়ার রহমান, যুবলীগ নেতা রুবেল হোসেন, শরিফুল ইসলাম, নাইদ হোসেন, মাহাবুর রহমান, সাংবাদিক নুরুন্নবীসহ স্থানীয় আওয়ামীলীগসহ দলটির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




error: Content is protected !!