মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনে ব্যর্থতা,নির্বাচনে পক্ষপাতিত্ব,দূর্নীতিতে নিমজ্জিত ও অযোগ্য আক্ষা দিয়ে নির্বাচন কমিশন (ইসি’র) পদত্যাগের দাবিতে নোয়াখালীর সেনবাগে মানববন্ধন করেছে সেনবাগ পৌরসভা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আলাদা দুটি গ্রুপ জয়নুল আবদিন ফারুক গ্রুপ ও জহিরুল ইসলাম লিটন গ্রুপ।সোমবার সকালে সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌর বিএনপির আহ্বায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিন উল্যা বিএস,সি,ফারুক বাবুল,নুর নবী বাচ্চু, মির্জা মোস্তফার নেতৃত্বে শহরের দক্ষিন বাজার জয়নল আবদিন ফারুক গ্রুপ ও শহরের পূর্ব বাজারে মজিবর রহমান, বেলাল হোসেন ও মোকারম হোসেনের নেতৃত্বে সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন গ্রুপ আলাদা ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।এ সময় বক্তারা নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করে বক্তব্য রাখেন এবং অবিলম্বে কমিশনের পদত্যাগ দাবি করেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউসুফ কমিশনার,সহিদ উল্যা সহিদ, রহিম উল্যা চৌধুরী সুজন, হুমায়ুন কবির হুমু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন লিটন,ইমরান হোসেন স্বপন, ইউসুফ ভূইয়া সোহেল,শোয়াইফ উদ্দিন শামিম, কবির হোসেন,দিদার হোসেন সোহাগ,মো. কবির,সালাউদ্দিন সুমন প্রমূখ।