উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত-৩ দেশীয় অস্ত্রসহ তিন লাখ ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, আজ ৯ জুলাই ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী সীমান্তে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের তুলাতলী সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। এ বন্দুকযুদ্ধে তিন মাদক ব্যাবসায়ী নিহত হয়েছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তিন লাখ ইয়াবা ও ৫ রাউন্ড কার্তুজসহ দেশীয় তৈরি দু’টি পাইপগান।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, তুমব্রু নো ম্যান্স ল্যান্ড সংলগ্ন রোহিঙ্গা শিবিরের মৃত জুলুর মলুকের ছেলে নুর আলম (৪৫), বালুখালী ক্যাম্পের মো. হামিদ (২৫) ও কুতুপালংয়ের নাজির হোসেন (২৫)।

পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র ও ইয়াবাসহ মরদেহ উদ্ধার হয়।
উদ্ধারকৃত ইয়াবা মূল্য প্রায় ৯ কোট টাকা, উখিয়া থানা ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত ইয়াবা পাচারকারী লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করছে।




error: Content is protected !!