কক্সবাজার টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে ১১ দফায় ভাসানচরের উদ্দেশ্যে ৪৮৩ রোহিঙ্গা পরিবার।
উমার রাযী, কক্সবাজার জেলা প্রতিনিধি-
অনেক অত্যাচার নির্যাতনের পরে নিজেদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভাসানচর স্থানান্তর প্রক্রিয়ার ১১তম দফায় উখিয়া ডিগ্রী কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার(১৬ ফেব্রুয়ারি) দুপুরে ১৯টি বাস ও বিকেলে ১৮টি বাসযোগে ৪৮৩ পরিবারের ১ হাজার ৬ শ ৫৪ জন রোহিঙ্গা রওনা হয় বলে নিশ্চিত করেছেন ১৪এপিবিএন অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
একইদিন বিকেলে দ্বিতীয় পর্যায়ে ১৮ টি বাসে ৬৪৮ জন রোহিঙ্গা পুলিশী নিরাপত্তায় উখিয়া অস্থায়ী ট্রানজিট ক্যাম্প ত্যাগ করে।
এই পুরো স্থানান্তরের ব্যপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ সুপার নাইমুল হক জানান, ১১তম দফায় ৪৮৩ পরিবারের ১ হাজার ৬শ ৫৪ জন রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে দশ দফায় ২০ হাজার ৯শ ৪২ জন রোহিঙ্গা শরণার্থীকে ভাসানচর নিয়ে যাওয়া হয়। এ পর্যন্ত সর্বমোট ২২ হাজার ৫শ ৯৬ জন রোহিঙ্গাকে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচর নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।