কবি সাহিত্যিক উপন্যাসিক সন্তোষ দত্তের প্রথম বিরহ বার্ষিকী

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

আবদুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি

গত ২৩ সেপ্টেম্বর ছিল কবি গীতিকার নাট্যকার ও উপন্যাসিক ও গবেষক কবি সন্তোষ দত্তের প্রথম বিরহ বার্ষিকী । ২০১৯ সালের এই দিনে তার প্রিয়তমা জীবন সাথী ভাগীরথী রানী উচ্চা ভিলাস চরিতার্থের মানসে কবিকে সম্পুর্ন একা রেখে প্রবাস গমন করেছিলেন।আর তিনি তার প্রিয়তম পতির কাছে ফিরে আসেননি।
কবি সন্তোষ দত্ত বিরহের নিদায় অনল বুকে নিয়ে তার মনের মন্দিরে অহরহ তার প্রিয়তমা পত্নির স্মৃতি সযতনে লালন করে চলে চলছেন। রাধা কৃষ্ণ ,মেঘদূত আলেখ্যের উপমা ছাপিয়ে এ অকৃত্রিম প্রনয় ও বিরহ বিলাস অমরাবতীর নন্দন কানহনে অনুরণিত হচ্ছে দীঘল বর্ষ শেষে।
মর্মন্তদ দিবস । বিবাহরীতি তৃষিত চাত্তক সম কবি সন্তোষ দত্ত চেয়ে আছেন ।যদি ফিরে আসেন তার প্রিয়তমা তার এই শুন্য বুকে।




error: Content is protected !!