কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি;
কিশোরগঞ্জের তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান কোভিট-১৯ মুক্ত হয়েছেন।
জানা যায়, তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুুুুজিবুর রহমান এর শরীরে কোভিট-১৯ এর উপসর্গ দেখা দেওয়ায় (১৫ জুলাই ২০২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। (১৭ জুলাই ২০২০) শুক্রবার রেজাল্ট আসে তিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
তাড়াইল থানা কোয়ার্টারে ১৪ দিন আইসোলেশনে থাকার পর বুধবার (২৯ জুলাই ২০২০) তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসাইন তাকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, ৫০ শয্যা তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.বদরুল হাসান।
আরো জানা যায়,২৭ জুলাই সোমবার তিনি দ্বিতীয়বার নমুনা দেন। ২৮ জুলাই মঙ্গলবার রাতে জানতে পারেন তিনি কোভিট-১৯ মুক্ত হয়েছেন।
তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান,তাড়াইল উপজেলার সর্বস্তরের মানুষের প্রার্থনায় ও সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি করোনামুক্ত হয়েছি। তাই আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।