এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধি:করোনা ভাইরাসের মধ্যে এবার ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে নীলফামারী পৌরসভা। বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার উৎপত্তি স্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ শুরু করেছে প্রতিষ্ঠানের কর্মীরা। পাশাপাশি সড়ক, বাড়িতে জীবাণুনাশক স্প্রে, ড্রেন পরিষ্কার, মশক নিধন, ডাস্টবিন থেকে আবর্জনা পরিষ্কারের কাজ।
পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আবু খায়ের মোহাম্মদ মরতুজ আলী জানান, গত বছর কিটতত্ত্ববিদ এনে আমরা শহরের এডিস মশার উৎপত্তিস্থল পরীক্ষা করেছি কিন্তু লার্ভা পাওয়া যায়নি। পৌরসভার সচেতনতামূলক কার্যক্রম নাগরিকরা মেনে চলায় আমরা নিরাপদ ছিলাম ।এবারও আশা করছি ধারাবাহিকতা রক্ষা করলে ডেঙ্গুর বিস্তার ঘটবে না।
নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, করোনা প্রতিরোধ ও এডিস মশা নিধনে বিরামহীন সেবা দিয়ে যাচ্ছে আমাদের পৌরসভার কর্মীরা।