করোনায় ক্ষতিগ্রস্ত ৫৩২ পরিবার কে খাদ্য সহায়তা দিল “সালোমা”

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

আলী আজীম,মোংলাঃ

কোভিড-১৯ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্রদের মানবিক সহায়তার অংশ হিসেবে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা, মিঠাখালি ও চিলা ইউনিয়নের ৫৩২ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম। দাতা সংস্থা টিয়ার ফান্ড’র সহযোগিতায় রবিবার (২৩ আগস্ট) সকাল ১১ চিলা ইউনিয়ন পরিষদে অসহায় কর্মহীন এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আকবর হোসেন।মিঠাখালী ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,বুড়িরডাঙ্গা ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিখিল রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালোম মোংলা এরিয়া কোর্ডিনেটর ফ্রান্সিস মিস্ত্রী, রেভাঃ মানিক বাড়ৈ, সেন্ট যাকোপ কানাইনগর মোংলা, মিঃ গগন হালদার, আহ্বায়ক, সেন্ট চার্চ কানাইনগর মোংলা, জেমস প্রবীর সরকার, বিলিয়াম বিশ্বাসসহ অর্গানাইজার কমিউনিটিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন সালোম এর প্রোগ্রাম অফিসার মিঃ তাপস বাড়ৈ।

সালোম এর বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল আতপ চাউল ২০ কেজি, মোটা দানা মুসুরী ডাল ২.২৫ কেজি, মুগ ডাল ২.২৫ কেজি, ছোলার ডাল ২.২৫ কেজি, চিড়া ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, চিকন দানা লবন ৫০০ গ্রাম, পুষ্টি সয়াবিন তেল ২ লিটার, লাইফবয় মাঝারি আকারের সাবান ২ টি, হুইল পাওয়ার ডিটারজেন্ট ৫০০ গ্রাম ১টি প্যাক, স্পেশাল কোয়ালিটি কাপড়ের মাস্ক ২ টি।

সালোম মোংলা উপজেলার কোর্ডিনেটর ফ্রান্সিস মিস্ত্রী বলেন, বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় মোংলা উপজেলায় করোনা সংক্রমণের কারনে অসহায় কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর তালিকা করে আমরা খাদ্য সামগ্রী ও অর্থ সহায়তা করে যাচ্ছি।
এ ধাপে আমরা চিলা, বুড়িরডাঙ্গা ও মিঠাখালী ইউনিয়নের ৫৩২ টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি। এর ফলে আনুমানিক ৩ হাজার ৫শত জনসংখ্যা উপকৃত হবেন। এর আগে গত ৩ আগস্ট মেথডিষ্ট চার্চ অব ইউকের আর্থিক সহায়তায় রিলিফ প্রোগ্রাম টু এফেক্টেড অব সাইক্লোন ইন বাংলাদেশ’র পরিচালনায় মোংলা উপজেলার চাঁদপাই ৫২৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সালোম।




error: Content is protected !!