করোনায়ও এবার ঈদ উপলক্ষে শরণার্থীদের পদচারনায় মুখোর হলো হালদার পাড়

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মে ১৬, ২০২১

আসলাম পারভেজ, হাটজাজারী★
মহামারি করোনায় মানুষ প্রায় ঘর বন্দী দেশের সব জায়গার পর্যটন এলাকাগুলো লকডাউনের কবলে পড়ে বন্দ থাকায় এবার ঈদের আনন্দ উৎসব নেই তবুও পর্যটকদের কেউ দমাতে পারেনি। তবু মানুষ পড়ন্ত বিকালে প্রকৃতি হিমেল হাওয়ার পরিবেশ নিতে পর্যটন এলাকা হিসেবে বেছে নিয়েছে হালদা নদীকে। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে শত শত দর্শাথীর পদচারনায় মুখোরিত হয়ে উটেছে হালদা নদী তবে আর কিছুদিন পরে শুরু হবে হালদায় পোনা ধরার কার্যক্রম। তার আগে দেখা হলো তার বর্তমান চিত্র কেমন। তবে এই স্থানটি অনেকটা পর্যটন এলাকা হয়ে গেছে। বহু দূর থেকে প্রতিদিন বিকালে অগনিত মানুষ আসে এখানে বেড়াতে। সেই সুবাদে গড়ে উঠেছে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রকমারি দোকানের ফসরা সাজিয়েছ দোকানীরা। নেভালের মত পাওয়া যাবে পেয়াজু ও ঝালমুড়ি সহ ছড়পড়ি তবে বাদ পরেছে দুধ চা রং চাও পাওয়া য়ায়। হাটহাজারী এলাকার মাদার্শা এলাকা এখন প্রায় মিনি পর্যটন এলাকা বলে পরিচিত সকলের কাছে। হালদায় ব্লগ বসানোর ফলে হালদা নদী আরো সুন্দর হয়ে উটে।
এদিকে সিতাকুন্ডা থেকে আশা বেলাল নামের এক দর্শানাথী জানান, হালদা নদী একটা নাম করা নদী,এ নদীতে প্রতিমৌসুমে কার্প জাতীয় মা মাছ ডিম দিয়ে থাকে।আর এ নদীকে নিয়ে মোঃ তকির আহম্মদ পরিচালিত হালদা নদী নামে একটি বাংলা ছায়চবিও নির্মিত হয়েছে এ নদীর বহু ইতিহাস ও ঐতিহ্য রয়েছে তাই আজ দেখার জন্য আসলাম। সত্যি দেখলাম এখানে বহু মানুষ।




error: Content is protected !!