কলাপাড়ায় ওয়াশ উদ্যোক্তাদের সাথে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ওয়াশ উদ্যোক্তাদের সাথে আশার
সংযোগ স্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে। করোনার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের
নিয়ে সোমবার বিকেলে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি)-এর উদ্যোগে আশার কলাপাড়া
শাখা অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এইচপির ওয়াশ এসডিজি প্রকল্প,
গৃহ-পর্যায়ে স্যানিটেশন লোন বাড়ানোর পরিকল্পনা উদ্যোক্তা লোন বাড়ানো ও
ওয়াশ উদ্যোক্তারা যাতে তাদের ব্যবসা পরিচালনার সহজ শর্তে লোন পায় সে
বিষয়ে উন্মুক্ত আলোচনাসহ উদ্যোক্তাদের জন্য আশার মাধ্যমে ১২ ধরনের লোনের
ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ট্রেনিং কর্মকর্তা মো: শরিফুল ইসলাম খানের
সঞ্চালনায় এবং হোপ ফর দি পুওরেষ্ট কলাপাড়া শাখার মার্কেট ভেলপমেন্ট
তর্মকর্তা মোসা: জান্নাতুল নাঈমের সার্বিক ব্যবস্থপনায় আশা’র ব্রাঞ্চ
ম্যানেজার মো: ফারুখ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন আশার কলাপাড়া শাখার রিজিওনাল ম্যানেজার মো: অহিদুর রহমান,
উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন বিউটি বেগম, তানিয়া আক্তার। এসময় ওয়াশ
উদ্যোক্তাদের সাথে আশার সংযোগ স্থাপন সভায় (এইচপি)র ওয়াশ কনজুমার গ্রুপ
প্রতিনিধি ,উদ্যোক্তা, আশার কর্মকর্তাসহ ১৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া
পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য
হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা
প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের
স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।