কলাপাড়ায় করোনা প্রতিরোধে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করলো কোডেক ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় মহামারি করোনা সংক্রমন রোধে,
স্বাস্থ্য কেন্দ্রের সক্ষমতা বৃদ্ধিতে ও সর্বস্তরের মানুষের মাঝে যথাযথ
চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও ফ্লামিটারসহ
বিভিন্ন প্রকার সুরক্ষা সামগ্রী প্রদান করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা
কোডেক। বুধবার দুপুরের দিকে কলাপাড়া হাসপতালের চিকিৎসক, পরিবার ও
পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদারের কাছে নেদারল্যান্ড-এর কার্ক ইন
এ্যাকশনের অর্থায়নে এসব গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ প্রদান করা হয়।
কোভিড-১৯ ইমার্জেন্সি মেডিকেল এ্যাসিস্ট্যান্ড এন্ড ভেক্সিনেশন সাপোর্ট
প্রকল্পে আওতায় কলাপাড়া হাসপাতালে তিনটি অক্সিজেন সিলিন্ডার, তিন পিস
অক্সিজেন সিলিন্ডার ফ্লামিটার, রোগি স্থানান্তরের তিনটি ট্রলি, অক্সিজেন
মাক্স তিন পিস, এক হাজার পিস হ্যান্ড গ্লোবস, সার্জিক্যাল মাস্ক ৬০০ পিস,
হ্যাক্সিসল ১৩০ পিস, হ্যান্ডস্যানিটাইজার ১৩০ পিস প্রদান করেন কোভিড-১৯
ইমার্জেন্সি মেডিকেল এ্যাসিস্ট্যান্ড এন্ড ভেক্সিনেশন সাপোর্ট প্রকল্পের
কো-অর্ডিনেটর মাহবুব উদ্দিন, ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন প্রমূখ।