রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি ঃ কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা অফিস সহায়ক খোকন
মাতুব্বর (৫৫) এর মুত্যু হয়েছে। বুধবার বিকেলে বরিশাল শের-ই বাংলা
মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মুত্যু হয়। মৃত খোকন
মাতুব্বরের বাড়ি পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে
মৃত দিনু মাতুব্বরের ছেলে।
তথ্য সূত্রে জানা যায়, খোকন মাতুব্বর কলাপাড়া এলজিইডি অফিসে এমএলএস পদে
কর্মরত ছিলেন। ৪ জুলাই অসুস্থ হলে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি হয়। এরপর তার করোনা টেস্ট পজিটিভ আসে। ১২ জুলাই গুরুতর
অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে
গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মুত্যু হয়। মৃত্যুকালে
তিনি স্ত্রী, তিন পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। গ্রামের বাড়িতে
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দফন করা হয়।কলাপাড়া উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহর আলী সাংবাদিকদের জানান, খোকন
মাতুব্বরের মৃত্যুতে আমরা শোকাহত। সে একজন সৎ এবং নিরলস পরিশ্রমী
কর্মচারী ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও
সমবেদনা প্রকাশ করেছেন তিনি।