কলাপাড়ায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ  কলাপাড়ায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন
ফাউন্ডেশনের সেবা প্রদান বিষয়ে অংশিদারিদের অংশগ্রহনে অবহিতকরণ সভা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকেলে উপজেলা মিলনায়তনে স্থানীয় সরকার পল্লী
উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান ক্ষুদ্র কৃষক
উন্নয়ন ফাউন্ডেশন, প্রধান কার্যলয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো: মিজানুর রহমান
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের
ব্যবস্থাপনা পরিচালক মহোদয় মো: জাকির হোসেন আকন্দ (সাবেক সচিব),
উপ-মহাব্যবস্থাপক মো: আবুল কালাম আজাদ, সহকারি ব্যবস্থাপক সালমা বেগম,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি ভূমি মো: আবু বক্কর সিদ্দিকী।

এসময় ফাউন্ডেশনের সেবা প্রদান বিষয়ে অংশীদারদের অংশগ্রহনে কলাপাড়া উপজেলা
ফাউন্ডেশনের আওতাভূক্ত সুফলভূগী, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি,
ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কলাপাড়া উপজেলা ব্যবস্থাপক মো: খায়রুল
ইসলামসহ প্রধান কার্যলয়ের অন্যাঅন্য কর্মকর্তাবৃন্দ ও মিডিয়াকর্মী
উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও
সমবায় বিভাগের আওতাধীন একটি সহকারি প্রতিষ্ঠান। ১৯৭২ সালে বঙ্গবন্ধু
প্রথম জামানত বিহীন  ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান হিসাবে ক্ষুদ্র কৃষক
উন্নয়নে এ ফাউন্ডেশনের সূচনা হয়। তার পরিক্রমায় দেশের দারিদ্র পীড়িত
১৭৩টি উপজেলায় ১লক্ষ ৩৬হাজার ৮শত ১১জনকে কৃষক পরিবারে অন্তর্ভূক্ত করে
দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছে।




error: Content is protected !!