কলাপাড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ২ যুবক রিমান্ডে ॥

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মে ৩১, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ  কলাপাড়ায় সামাজিক যোগাযোগ ফেইসবুকে এক
শিক্ষক দম্পতির বিরুদ্ধে মান হানিকর, আক্রমনাত্মক তথ্য প্রচারের অভিযোগে
গ্রেফতারকৃত রুবেল চৌধুরী ওরফে অপূর্ব মাহমুদ চৌকিদার (৩০) ও মহিউদ্দীন
সাগর (২৫)র রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার কলাপাড়া সিনিয়র
জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার মামলার তদন্তকারী কর্মকর্তার
আবেদনের প্রেক্ষিতে শুনানী শেষে আসামীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত ও পুলিশ সূত্র জানায়, আসামীরা দীর্ঘদিন ধরে এক শিক্ষক দম্পতির
বিরুদ্ধে তাদের ফেইসবুক পেইজে মান হানিকর, আক্রমনাত্মক, বিভ্রান্তিমূলক
তথ্য প্রচার করায় ওই শিক্ষক দম্পতি ১১ মে ২০২২ ইং: তাং: কলাপাড়া থানায়
৪২৭ নং জিডি দায়ের করেন। এরপরও আসামীরা বিভিন্ন তারিখে ও সময় তাদের
ফেসবুক আইডি ব্যবহার করে মিথ্যা, ভিত্তিহীন নানা তথ্য উপাত্ত প্রচার করায়
খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দীন বিশ্বাস কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের
প্রভাষক মো: শাহআলম বাদী হয়ে ২৩ মে কলাপাড়া থানায় উল্লিখিত দু’আসামী সহ
অজ্ঞাত ১০/১২ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৬/২৯/৩১ ও ৩৫
ধারায় মামলা দায়ের করেন।

মামলার বিবরনে জানা যায়, আসামী রুবেল চৌধুরী তার ফেইসবুক
আইডিhttps://www.facebook.com/rubel.chowdry.902  অপর আসামী মহিউদ্দীন
সাগর তার ফেইসবুক আইডি https://www.facebook.com/moheuddin.sagor.77
ব্যবহার করে বিভিন্ন তারিখ ও সময় ওই শিক্ষক দম্পতি ও তার পরিবারকে অপমান,
অপদস্থ এবং হেয়প্রতিপন্ন মূলক পোষ্ট প্রচার করে। এতে ওই দম্পতির কর্মরত
শিক্ষা প্রতিষ্ঠানের সহকর্মীদের মধ্যে ঘৃনার উদ্রেক করে দীর্ঘবছর ধরে গড়ে
ওঠা সম্প্রীতি বিনষ্ট করাসহ সমাজের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর
উপক্রম হয়েছে।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো: আসাদুর রহমান সাংবাদিকদের জানান, আসামীদের
নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদে সংঘটিত অপরাধমূলক কর্মকান্ডে তাদের সাথে
সম্পৃক্ত অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহ, ইন্ধনদাতা সনাক্ত করাসহ
মামলা তদন্তে গুরুত্বপূর্ন তথ্য উদঘাটন সম্ভব হবে।




error: Content is protected !!