কলাপাড়ায় দিনে-দুপুরে নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান ও এপিপি নাসির মাহমুদের বাসায় দুধর্ষ চুরি

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতনিধি ঃ কলাপাড়া পৌরশহরে
দিনে-দুপুরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে চোরেরদল
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সহকারী পাবলিক
প্রসিকিউটর এ্যাডভোকেট নাসির উদ্দীন মাহমুদের রহমপুরস্থ স্থায়ী বাসভবনে এ
আকষ্মিক চুরির ঘটনাটি ঘটায়। প্রকাশ্য দিনের আলোয় শহরের মধ্যে একের পর এক
চুরি সংঘটিত হওয়ায় এলাকাবাসীদের ভিতর চুরি আতংক রিাজ করছে। কলাপাড়া থানা
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে নীলগঞ্জ ইউপি
চেয়ারম্যান ও কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এপিপি
নাসির উদ্দীন মাহমুদ ও তাঁর স্ত্রী স্কুল শিক্ষিকা বাসায় অনুপস্থিত থাকায়
চোরেরদল বাসভবনের দড়জার তালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে ষ্টীলের আলমিরা
ভেঙ্গে ১০ভরি ওজনের স্বর্নালংকার ও নগদ দেড় লক্ষ টাকা চুরি করে নিয়ে
গেছে।

এ্যাডভোকেট নাসির মাহমুদ জানান, ঘটনার সময় তিঁনি ও তাঁর স্কুলশিক্ষিকা
স্ত্রী ছেলে সহ বাসার বাইরে ছিলেন। এ সুযোগে চোরেরদল তাঁর বাসভবনের তালা
কেটে দিনে-দুপরে এ অকলাপনীয় চুরি সংঘটিত করে ১০ভরি স্বর্নালংকার ও নগদ
দেড় লক্ষ টাকা চুরি করে নেয়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাাফিজুর রহমান চুরির
ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে
বলে তিনি জানান।




error: Content is protected !!