কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কলাপাড়ায় এক তরুনীকে (১৮) ভয় দেখিয়ে
দেড় মাস ধরে ধর্ষণের অভিযোগে ইয়াসিন হাওলাদার নামের এক ব্যক্তিকে পালিয়ে
থাকার চার মাস ২১ দিন পর গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে
অভিযুক্তকে ধরতে পুলিশ ধাওয়া দিলে তিনি একটি পুকুরে ঝাঁপ দেন। পরে লালুয়া
ইউপির চান্দুপাড়া গ্রাম থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৭ জুন ভুক্তভোগী তরুনীর মা বাদী হয়ে
ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করেন, ওই তরুনীর বাবা-মা
প্রতিদিন রাতে বাড়ির পাশের খালে মাছ শিকার করেন এবং ওই সময়ে তরুনী বাসায়
একা থাকতেন। এ সুযোগে গত বছরের পহেলা অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত
রাতে ইয়াসিন হাওলাদার ওই তরুনীকে ঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার
বিরুদ্ধে ধর্ষণ করে। পরে এ বছরের ৪ মে ওই তরুনীর অন্যত্র বিয়ে হয়। কিন্তু
বিয়ের কয়েক দিন পর তার শারীরিক পরিবর্তণ দেখা দিলে তরুনী অসুস্থ্য হয়ে
পড়ে। ওই সময় শ্বশুড় বাড়ির লোকজন তাকে চিকিৎসকের কাছে নিলে জানতে পারে
তরুনী সাত মাসের অন্ত:সত্বা। ওইদিনই তরুনীকে শ্বশুর বাড়ি থেকে তার বাবার
বাড়ি পাঠিয়ে দিলে পরিবারের চাপের মু্খে তরুনী অভিযুক্ত ইয়াসিন কর্তৃক তার
উপর নির্যাতনের কথা জানায়। এদিকে ওই তরুনী একটি পুত্র সন্তানের জন্ম দিলে
বর্তমানে আড়াই মাস বয়সী সন্তানকে নিয়ে এখন তিনি বাবার বাড়িতে মানবেতর
জীবন যাপন করছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, অভিযুক্ত
প্রায় ৫ মাস গা ঢাকা দিয়ে থাকলেও শনিবার তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ
করা হয়েছে।