কলাপাড়ায় ধূলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এস এস সি  পরীক্ষার নতুন কেন্দ্র অনুমোদনে এলাকাবাসীর কাঙ্খিত স্বপ্ন পুরন ॥

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  কলাপাড়ার ধুলাসার ইউনিয়নে ধূলাসার
বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস এস সি) নতুন
কেন্দ্র অনুমোদন পেয়েছে। গত ২২ মে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষা র্বোডের এক চিঠির তথ্যানুযায়ী চলতি বছর অনুষ্টিতব্য ১৫ই
সেপ্টেম্বর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস এস সি)পরীক্ষা পরিচালনার জন্য
ধুলাসার (এস এস সি কেন্দ্র -৩৭৫) এ কেন্দ্র অনুমোদন দেয়া হয়। এ কেন্দ্র
অনুমোদনের ফলে শিক্ষার স্বপ্নপূরণের আশায় এখন আশায় বুক বাঁধছে পিছিয়ে পড়া
হাজার হাজার শিক্ষার্থীরা। এ কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীরা
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস এস সি) পরীক্ষায় অংশ গ্রহন করবে।
বিদ্যালয়গুলো হলো : ধূলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, শিশুপল্লী
মাধ্যমিক বিদ্যালয়, মধুখালী মাধ্যমিক বিদ্যালয়, তুলাতলী মাধ্যমিক
বিদ্যালয়, লালুয়া এস কে জে বী মাধ্যমিক বিদ্যালয়। ধূলাসার বহুমুখী
মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি পরিক্ষায় নতুন কেন্দ্রে ৩১৫জন ছাত্র/ ছাত্রী
পরিক্ষা অংশ গ্রহন করবে। প্রধানমন্ত্রীর আন্তরিকতায় কলাপাড়ার ধুলাসার
ইউনিয়নে ধূলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এস এস সি  নতুন কেন্দ্র
অনুমোদন পেয়েছে, কলাপাড়ার ওই  ৫টি বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মধ্যে এখন
চলছে উৎসবের আমেজ। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আলোতে আলোকিত করতে
এই বিদ্যালয়কে চলতি বছর অনুষ্টিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস এস
সি) পরীক্ষা পরিচালনার জন্য এ কেন্দ্র অনুমোদন দেয়া সিদ্ধান্ত নিয়ে
এলাকার মানুষকে উৎসব করার উপলক্ষ এনে দিয়েছে। এজন্য স্কুল কর্তৃপক্ষসহ
গোটা কলাপাড়াবাসী মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্কুল পরিচালনা
পরিষদের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুুর রহমানের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তথ্যসূত্রে জানা যায়, কলাপাড়ার ৫টি বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা শুধুমাত্র
আর্থিক সংকটের কারণে অনেক শিক্ষার্থী অষ্টম-নবম শ্রেনিতে ঝড়ে পড়ে টাকা
খরচ বেশি হওয়ায় এসএসসি পরীক্ষা দিতে পারেনা। গরিব ও অসহায় মানুষের পক্ষে
অনেক খরচ ও বাসা/বাড়ী ভাড়া নিয়ে ছেলে মেয়েদের পরীক্ষা দেয়া মোঠেই সম্ভব
হতো না। বাড়ী থেকে অনেক দুরত্ব গিয়ে পরীক্ষা দেয়া অনেক পরিবারের পক্ষে
সম্ভব ছিল না। এখন বাড়ীর কাছে পরিক্ষার হল হওয়া সবার কাছে এস এস সি
পরীক্ষা দেয়া সম্ভব হবে। এক রকম পায়ে হেঁটে পরীক্ষার কেন্দ্র যাওয়া সম্ভব
তবে তেমন কোন খরচ নেই। এতে খেটে খাওয়া ও নুন আনতে পান্তা ফুরায় এসব অসহায়
গরিব মানুষের মেধাবী ছেলে/ মেয়েরা  উচ্চ শিক্ষায় আরো এগিয়ে যাবে।

অভিভাবক মো: বাহার উদ্দিন গাজী বলেন, আর্থিক সংকটের কারণে তার ছেলে ভালো
ফলাফল করলেও বিগত ক্লাশে কিন্তু আমি মনে করছি অর্থের কারনে আমার ছেলেকে
এস এস সি পরিক্ষা দিতে পারবে না। এখন বাড়ীর কাছেই এস এস সি  পরীক্ষার
কেন্দ্র অনুমোদন হওয়া আমার ছেলে বাড়ী খাওয়্ াদাওয়া করে বাড়ী থেকে
পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে ইনশাআল্লাহ। এভাবে একাধিক অভিভাবক জানান,
এবার এই চলতি বছর অনুষ্টিতব্য এস এস সি  পরীক্ষার কেন্দ্র অনুমোদন হওয়া।
এ অঞ্চলের এ কেন্দ্রে অনেক গরীব অসহায় ছাত্র/ ছাত্রীরা এস এস সি  পরীক্ষা
দিতে পারবে।

ধূলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী জান্নাতুল
সুমাইয়া জানান, বর্তমান সমাজে মেয়েরা অনেকটাই অনিরাপদ। সেক্ষেত্রে আমার
এখন খুবই ভাল লাগছে, বাড়ীর কাছে কেন্দ্র হওয়ায় আমি মেয়ে হয়ে বাড়ী থেকে
আমার বিদ্যালয় গিয়ে এস এস সি পরিক্ষা দিবো এটা আমার কাছে অনেক আনন্দের
ব্যাপার।
তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: দেলোয়ার হোসেন বলেন, এস
এস সি পরিক্ষার কেন্দ্র কাছাকাছি হওয়ায় ছেলে মেয়েদের অনেক সুবিধা হয়েছে।
কম খরছে গাড়ী ভাড়া ও বাড়ীর খেয়ে পরিক্ষায় অংশ গ্রহন করতে পারবে।
ধূলাসার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র হল সচিব
মো: ইব্রাহিম বলেন, এ কেন্দ্রে সুষ্ট ও সুন্দর ভাবে এস এস সি পরীক্ষা
নেওয়ার চেষ্ট করবো। এ প্রতিষ্ঠানের শিক্ষকগণ যথাসম্ভব সর্বোচ্চ
শিক্ষাদান ও সেবার মাধ্যমে এ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থীদের প্রকৃত
শিক্ষার জ্ঞানে আলোকিত করেছেন।

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোকলেছুর রহমান বলেন, নতুন
এ কেন্দ্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরভাবে পরিক্ষার নেওয়ার
ব্যবস্থা করবো।

পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব
অধ্যক্ষ মহিবুুর রহমান বলেন, এ এলাকাটা খুবই দুর্গম । ছেলে/ মেয়েরা ঠিকমত
পড়া-লেখা করতে পারে না। এখন নতুন পরিক্ষার কেন্দ্র হওয়ায় এ এলাকার
অভিভাবকরা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে। তাদের তেমন পরিবহন ও বাসা ভাড়া
কোন খরচ হবে না। তিনি বলেন, আমি চাই ছেলে/মেয়েরা কম খরছে লেখা-পড়া করে
মানুষ হতে পারে সেজন্য আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ ও ধুলাসার বহুমুখী
মাধ্যমিক বিদ্যালয় দুটি এস এস সি এবং এইচ এস সি পরিক্ষার কেন্দ্রে
পরিক্ষা দিবে।




error: Content is protected !!