কলাপাড়ায় পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যেগে দুই শতাধিক দু:স্থ ও অসহায় রোগীকে  ফ্রী চক্ষু চিকিৎসা সেবা ॥

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  ঃ  কলাপাড়ায় দুই শতাধিক দু:স্থ ও অসহায়
রোগী বিনামূল্যে পেয়েছেন চিৎকিসা সেবা। রবিবার বেলা ১১টায় পৌর শহরের
মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স  মিলানায়তনে এ কার্যক্রম শুরু হয়ে চলে দুপুর
২টা পর্যন্ত। বেসরকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা
ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর উদ্যোগে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া
চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক ডেপুটি কমান্ডার
বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক  হাবিবুল্লাহ রানা, মহিপুর থানা যুবলীগের
আহবায়ক এ.এম মিজানুর রহমান বুলেট, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া উপজেলা যুবলীগের
সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, ফুজিটেক,কলাপাড়া শাখার পরিচালক
মাহবুবুর রহমান টিপু, বরিশাল শাখার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল
ডা: বেনজির বুশরা, ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল।

পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ফরিদ উদ্দিন
বিপু  গনমাধ্যমকে বলেন, এর আগে প্রতি দুইমাস পর পর এ কার্যক্রম চলতো। এ
অঞ্চলের দু:স্থ ও অসহায় রোগীদের কথা চিন্তা করে বরাবরের মতো এ ফ্রি চক্ষু
চিকিৎসা সেবা প্রতিমাসের শেষ সপ্তাহে করার নীতিগত সিন্ধান্ত নেয়া হয়েছে।




error: Content is protected !!