
রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি; কলাপাড়ায় মাস্ক পরিধান না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে এক ব্যবসায়ীসহ (৪) পথিককে দুই হাজার দু’শত টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে পৌরশহরের সদর রোড এলাকায় এ জরিমানা করা হয়।
এসময় ব্যবসায়ীকে দুই হাজার টাকা এবং পথচারীদের জন প্রতি ৫০ টাকা করে দু’শ টাকা জরিমানা করা হয়। এসময় এক’শ মানুষের মধ্যে মাস্ক বিতরন করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎজীবন মন্ডল।