কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ও দুই ব্যবসায়ী ও এক যুবলীগ
নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল
ও মানববন্ধন করেছে প্রায় পাঁচ শতাধিক মানুষ। বৃহস্পতিবার শেষ বিকালে
লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লালুয়া
বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত এ মানববন্ধনে ওই বাজারের শত শত ব্যবসায়ী ও
বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন। এসময় বক্তব্য রাখেন
মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক হিরন গাজী, সহ-সভাপতি মো:
জাকারিয়া, সাংগাঠনিক সম্পাদক জুলফিকর গাজী, সজল বিশ^াস, সৈকত বিশ^াস ও
ফরিদ বিশ^াস প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১১ ফেব্রুয়ারী মুক্তিযোদ্ধা বাজার ব্যবসায়ী
সমিতির সভাপতি সৌরভ বিশ^াস নিজ এলাকায় অবস্থান করেন এবং বিশ^াস বাড়ির
মৃত্যু ব্যক্তিদের নামে মিলাদে অংশগ্রহন করেন। এসময় কলাপাড়া থানার ওসি
মো: জসিম ও কলাপাড়া প্রেসক্লাবের সদস্যরাও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
যার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে পোষ্ট করা হয়েছে।
কিন্তু একই তারিখ উল্লেখ করে গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার মিলন নামের
এক ব্যবসায়ী মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে সৌরভসহ ৩ জনের
নাম উল্লেখ করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। যা সম্পূর্ন মিথ্যা এবং
ভিত্তিহীন। তারা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এবিষয়ে
ব্যবসায়ী মিলনের সাথে একাধিকবার মুঠোফোনে(০১৭৮৯৯৩৪৬৮৬) যোগাযোগের চেষ্টা
করা হলেও তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, প্রায় দুই বছর আগে মিলন মুক্তিযোদ্ধা বাজারে ভাঙারী ব্যবসা
করতে আসেন। এসময় তিনি এক ম্যাজিষ্ট্রেটের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন
মানুষকে মামলায় জড়ানোর হুমকি দেন বলে ওই এলাকার ব্যবসায়ীরা অভিযোগ করেন।




error: Content is protected !!