কলাপাড়ায় লকডাউনের ৬ষ্ঠ দিনে ৩৩জনকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত ॥

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২১

রাসেল কবির মুরাদ , কলাপাড়া প্রতিনিধি ঃ কলাপাড়ায় লকডাউনের ৬ষ্ঠ দিনে
ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মামলায় ৩৩ জনকে জরিমানা করেছে। মঙ্গলবার সকাল
থেকে দুপুর দুইটা পযর্ন্ত কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে এ মোবাইল
কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পৌর শহরের নতুন বাজার, চিংগড়িয়া, চৌরাস্তা,
গরুবাজার এবং চাকামইয়া নিশানবাড়িয়ায় অভিযান চালিয়ে ৩৩ জনকে অর্থদন্ড
প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় লকডাউন অমান্য করে দোকান খোলা এবং মাস্ক ব্যাবহার না করায় সংক্রামক
রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২
ধারামতে ৩৩ জনকে একত্রিশ হাজার চারশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।

এছাড়া সোমবার সন্ধ্যায় পৌরশহরের বিভিন্ন এলাকা এবং পায়রা বন্দরে অভিযান
চালিয়ে সাত হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী
কর্মকর্তা আবু হাসানাত মো: শহীদুল হক দোকান খোলা রাখায় আটজনকে এ অর্থদন্ড
প্রদান করে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কবিহীন পথচারীদের মাস্ক
পড়ানো হয়।

কলাপাড়া সহকারী কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডল গনমাধ্যমকে বলেন, সরকার
ঘোষিত লকডাউন না মানায় তাদের এ অর্থদন্ড প্রদান করা হয়েছে। তিনি আরও
জানান, মঙ্গলবার হাটের দিন থাকায় জনগণের উপস্থিতি অনেক বেড়ে যাচ্ছিল। তাই
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে।




error: Content is protected !!