কলাপাড়ায় সম্মিলিত নাগরিক অধিকার জোটের অভিষেক উপলক্ষ্যে ইফতার ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় সম্মিলিত নাগরিক অধিকার জোটের
কার্যনির্বাহী কমিটির অভিষেক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়েছে। সোমবার শেষ বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে এ ইফতার ও
দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাত পূর্বে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ
রেজাউল করিম রেজা মিরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব
তালুকদার, সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য
ব্রিগিডিয়ার জেনারেল (অব:) হাবিবুর রহমান মিলন, সাবেক উপজেলা চেয়ারম্যান
মোস্তাফিজুর রহমান, কাউন্সিলর মাহবুব আলম কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার
জোটের সাধারণ সম্পাদক গৌতম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল। এসময়
মহিপুর থানা যুবলীগের আহবায়ক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া
রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রাসেল কবির মুরাদসহ বিভিন্ন সামাজিক
সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট’র সভাপতি সৈয়দ রেজাউল করিম রেজা মিরা
বলেন, এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক ও সেচ্ছাসেবী মূলক সংগঠন। দুর্যোগ
মহামারি ও নির্যাতিত অসহায় মানুষের পাশে দাড়াবো। প্রকৃতি ও পরিবেশের
ভারসাম্যের সুরক্ষা-মানবাধিকার সাংবিধানিক আইনের বাস্তবায়ন দুর্নীতি
প্রতিরোধে আমরা কলাপাড়ার সকল নাগরিকদের নিয়ে সম্মিলিত ভাবে কাজ করে যাবো।
অনুষ্ঠান পরিচালনা করেন কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের অর্থ
সম্পাদক সুমন মল্লিক ও অ্যাডভোকেট সুমন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন
কলাপাড়া কেন্দ্রিয় জামে মসজিদ’র পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান।