কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক হাসান পারভেজ স্মরনে আলোচনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও ডেইলী
ইন্ডাষ্টি প্রত্রিকার কলাপাড়া প্রতিনিধি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত
হাসান পারভেজের স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে কলাপাড়া প্রেসক্লাব
মিলনায়তনে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবির।
সভার শুরতে মরহুম হাসান পারভেজের রুহের মাগফেরাত কামনায় দাড়িয়ে এক মিনিট
নিরবতা পালন শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের ছেলে তাসনিম হাসান
নাফির হাতে শোক বার্তা তুলে দেয়া হয়।

এসময় দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজুর সঞ্চালনায় মরহমের কর্মময় জীবনের
উপর আলোচনা করেন কলাপাড়া প্রেসক্লাবের সধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন
মিন্টু, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, মরহমের পরিবারের পক্ষে মো:
কামাল হোসেন, সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক সাধারন
সম্পাদক মোহসীন পারভেজ, নেছারউদ্দিন টিপু, সাংবাদিক অমল মুখার্জী, জীবন
কুমার মন্ডল, মো: এনামূল হক, মো: হাফিজুর রহমান, কবিরুল ইসলাম মৃধা, অশোক
মুখার্জী, গোফরান বিশ্বাস পলাশ, চঞ্চল সাহা, জসীম পারভেজ, রিপোর্টার্স
ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ
উদ্দিন বিপু, সাংবাদিক ফোরামের সভাপতি মো: নুরুল আমিন, রফিকুল ইসলাম
মিরাজ, রাসেল মোল্লাসহ স্মরন সভায় আরো উপস্থিত ছিলেন কুয়াকাটা
প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট, প্রেসক্লাবের অর্থবিষয়ক
সম্পাদক শরিফুল হক শাহিন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রাসেল কবির
মুরাদ, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক সুজন মৃধা, সালমা কবিরসহ
কলাপাড়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিককে চাপা দিয়ে হত্যার ঘটনায় চারদিনেও
গ্রেফতার হয়নি ঘাতক বাসের চালক, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে যমুনা লাইন
পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানান সংবাদকর্মীরা, অন্যথায় কঠোর
কর্মসূচি গ্রহন করা হবে বলে জানান। সবশেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন বড় সিকদার বাড়ি জামে মসজিদের পেশ ইমাম
মাওলানা মো: কাউসার।




error: Content is protected !!