কলাপাড়ায় ২০ মন অবৈধ হাঙ্গর আইনী প্রক্রিয়ায় জব্দ না করায় বন কর্মকর্তাকে স্ব-শরীরে ব্যাখ্যা প্রদানের নির্দেশ ॥
রাসেল কবির মুরাদ, পটুয়াখালী প্রতিনিধি ঃ কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা আবদুস সালামকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের
নির্দেশ দিয়েছেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত। সম্প্রতি গনমাধ্যমে প্রকাশিত ’কোষ্ট গার্ডের অভিযানে ২০ মন অবৈধ
হাঙ্গর জব্দ’ শীর্ষক রিপোর্ট আমলে নিয়ে আদালত এ আদেশ জারী করেন। যার মিস কেস ০৪/২০২১ মামলার পরবর্তী তারিখ ১৮ মে ধার্য। আদালত তার আদেশে বলেন, কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা আবদুস সালাম ২০ মন অবৈধ হাঙ্গর আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা মূলে জিম্মায় না নেয়ায়, মাছ ধরার ট্রলারটি জব্দ না করায় এবং হাঙ্গর শিকারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে
নিয়মিত মামলা আনয়ন না করায় কেন তাঁর বিরুদ্ধে পেনাল কোডের ২১৭ ধারা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবেনা সে বিষয়ে তাঁকে স্বশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।
আদেশের অনুলিপি বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বনবিভাগ, পটুয়াখালী, ইউএনও কলাপাড়া, পটুয়াখালী এবং কোষ্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার, পায়রা বন্দর
বরাবর প্রেরন করা হয়েছে। আদেশের এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী মো: ফেরদৌস মিয়া।