কলারোয়ায় বৃদ্ধের বাড়িতে ভূমি দস্যুদের তান্ডব- জমি দখলের পায়ঁতারা

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।। সাতক্ষীরা কলারোয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে সরুত আলী নামে এক বৃদ্ধার বসতবাড়ি ও দোকান ঘরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাত টার সময় উপজেলার কিসমত ইলিপুর গ্রামের বেলতলা বাজের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম সুরুত আলী (১৪ অক্টোবর) রাতে কলারোয়া থানায় ও সাতক্ষীরা পুলিশ সুপারের কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুরুত আলী জানান, তিনি ওই জমিতে দীর্ঘ ৬০ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। একুই গ্রামের বাসিন্দা মাজেদ পালোয়ান, তার দুই ছেলে আনারুল ইসলাম, ও কবিরুল ইসলামসহ অজ্ঞাত ৩৫ /৩৫ জন ব্যক্তি জমি দখলের জন্য তার বসত বাড়িতে ও দোকান ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। অভিযুক্ত মাজেদ পালোয়ানের কাছে ঘটনার বিষয়ে জানতে তার বাড়িতে গেলে তাহার স্ত্রী ফেরদৌসী বেগম বলেন, আমার স্বামী এবং ছেলেরা বাড়িতে নেই। আপনারা ঐ সব ভিডিও করে যা ইচ্ছা, তাই করেন। এ বিষয়ে কলারোয়া থানার (ওসি) তদন্ত তাইজুল ইসলাম জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, পাশাপাশি ভিকটিম সুরত আলী সাতক্ষীরা পুলিশ সুপার এর কাছেও একটি অভিযোগ করেছেন। যা তদন্ত করে ওসি মোস্তাফিজুর রহমানকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।




error: Content is protected !!