পিরোজপুর প্রতিনিধিঃ কাউখালীতে শুক্রবার(২৮নভেম্বর) বিকালে জমি সংক্রান্তের জের ধরে এক সংর্ঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ৮ জন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল হাসপাতল কলেজে ভর্তি করা হয়ছে। অন্যরা কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হল উপজেলা বেকুটিয়া গ্রামের মৃত সফিজউদ্দিন হাওলাদারের ছেলে অবসর প্রাপ্ত সেনা সদস্য আঃ লতিফ হাওলাদার(৬০), সোহরা হাওলাদার(৪৫), মহারাজ হাওলাদার(৪০), মন্টু হাওলাদার(২৮), মহারাজ হাওলদারের অন্তস্বত্বা স্ত্রী রুমা বেগম(২৬), সোহরাব হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (২৭), অপর পক্ষের আফসার উদ্দিনের ছেলে ছিদ্দিকুর রহমান(৬৫) এবং তার স্ত্রী আমিনুর নেছা(৪৫)। এর মধ্যে মহারাজ, মন্টু এবং ছিদ্দিকুর রহমানকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, উপজেলার বেকুটিয়া গ্রামের আঃ লতিফ হাওলাদার ও ছিদ্দিকুর রহমানের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গত শুক্রবার বিকালে উভয় গ্রুপে সংঘর্ষে জড়িয়ে পরে।