কাউখালীতে মানবন্ধন করে যড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যহার দাবীতে

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে মানবন্ধন করে একটি পরিবার
যড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যহার দাবীতে। জানা গেছে ১৪ মার্চ সকালে
উপজেলার ডাকবাংলোর মোড়ে ঘন্টা ব্যাপি মানবন্ধন করে মিথ্যা মামলা ভুক্তভুগী
একটি পরিবার। উল্লোখ্য গত ১৭ ফেব্রæয়ারি কাউখালী দক্ষিণ বাজারে মোঃ রসুল
আলমের ছেলে মোঃ তারিকুল ইসলাম রাকিবের বিরোদ্ধে একটি ষড়যন্ত্র মূলক মিথ্যা
মামলা হয়। এতে রাকিবের পরিবার ক্ষমতাশীন ব্যক্তিসহ বিভিন্ন লোকের কাছে গেলে
কোনো সহায়তা না পেয়ে রাস্তায় দাড়িয়ে মিথ্যা মামলা প্রত্যহার ও মুক্তির দাবি
করেন। এসময় ভুক্তভুগী পরিবার জানায় , আমাদের ছেলে মোঃ তারিকুল ইসলাম
রাকিব ইসলামী শরীয়া মোতাবেক একই এলাকার ২১ বছর বয়সী মিম আক্তারকে
বিবাহ্ধসঢ়; সম্পূর্ণ করে। এ বিয়েতে মেয়ের পরিবার রাজী না থাকায় নারী ও শিশু
নির্যতন দমন আইনে একটি মিথ্যা মামলা করে হয়রানি করে আসছে। উক্ত
মানবন্ধনে বক্তব্য রাখেন ছেলে মা মোসাঃ তাসলিমা বেগম, মামা মোঃ সাইদুল
ইসলাম চান , খালা নাজমুন নেহার প্রমুখ।




error: Content is protected !!