কাউখালীর কালীগঙ্গা নদীর খেয়াঘাট হইতে পুলেরহাট পর্যন্ত রাস্তার চরম বেহাল দশা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ঃ কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের কালীগঙ্গা খেয়াঘাট থেকে পোলেরহাট বাজার হয়ে পূর্ব বেতকা বাজার পর্যন্ত ২ কিলোমিটার রাস্তার সংযোগ সড়কটির বেহাল দশা। সড়কটি বিভিন্ন স্থানে অগনিত খানা খন্দকে ভরা এবং রাস্তার পাড় ভেংঙে ইট খালে, নদী ও পাশের জলাশয়ে পড়ে রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় জনসাধারণ চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর এই দুর্ভোগ দেখার যেনো কেউ নেই। কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন করেও কোন সু-ব্যবস্থা করা হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেন। রাস্তাটি জনগুরুত্বপূর্ণ বিদায় এক যুগ পূর্বে মাটি ও হেরিংবন্ডের কাজ সম্পূর্ন হলেও দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার কাজ না হওয়ায় জনাসাধারণের চলাচলের অনুপোযুগী হয়ে পরেছে। ফলে প্রতিনিয়ত ছোট বড় দূর্ঘটনার কবলে পড়ছে জনসাধারন। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ব্যবসা বানিজ্যের জন্য জেলা ও উপজেলায় যাতায়েত করে থাকেন। উক্ত রাস্তাটিরাস্তাটি জলবায়ু ট্রাস্ট এর অধীনে এক কিলোমিটারের টেন্ডার হলেও অজ্ঞাত কারনে এখনও কাজ শুরু হয়নি। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানে স্বত্ত্বাধীকারি নাসির উদ্দিন বলেন, সড়কটির কাজ বিভিন্ন সমস্যার কারনে কাজটি শুরু করা সম্ভব হয়নি। আগামী ঈদ-উল-আযাহার পরে কাজ শুরু করা হবে।
উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া জানান, এ বিষয়ে ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে সে জানায়, শিঘ্রই রাস্তাটির কাজ শুরু করা হবে।