কাকাইলছেওয়ে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলা বাড়িঘর ভাংচুর ও লুটপাট নারী যুবতী ও বৃদ্ধ সহ আহত ১২
নিজস্ব প্রতিনিধি- আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের বদরপুর গ্রামে গতকাল সোমবার সকাল অনুমানিক পৌণে ৬ টায় জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে হিন্দু ধর্মাবলম্বী বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় যুবতী, নারী ও বৃদ্ধ সহ কমপক্ষে ১২ জন আহত হয়। আশপাশের লোকজন আহতদের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরমধ্যে গুরুতর আহত ২ জনকে আশংখাজনক অবস্হায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়েরর বদরপুর গ্রামের বাসিন্দা মৃত- উমেশ সূত্রধরের পুত্র রথীন্দ্র সূত্রধর (৫০) ও পার্শ্ববর্তী কালনীপাড়া গ্রামের বাসিন্দা মৃত- দেওয়ান আলীর পুত্র তাজউদ্দিন (৩৫) সাজউদ্দিন (৩০) ও মৃত- খালেক মিয়ার পুত্র জসীম উদ্দিন (৩২) দীর্ঘদিন যাবৎ জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায়, গতকাল সোমবার সকাল অনুমানিক সাড়ে ৫ টায় জমির সীমানা নিয়ে উভয়পক্ষের মাঝে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে কালনীপাড়া গ্রামের উল্লেখিতদের নেতৃত্বে প্রায় ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রথীন্দ্র সূত্রধরের উপর হামলা চালায়। এ সময় বাড়িঘর, ঘরের ভিতরে রক্ষিত আসবাবপত্র ও লুটপাটের ঘটনা ঘটে। রথীন্দ্র সূত্রধর জানায়, ৫/৬ টি মোবাইল সেট, নগদ ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এদিকে প্রতিপক্ষের হামলায় বিকাশ সূত্রধর (৪০) সীমা রানী সূত্রধর (৪০) গোপাল সূত্রধর (৬০) রবীন্দ্র সূত্রধর (৫৫) রণবীর সূত্রধর (৪৫) প্রীতি রানী সূত্রধর (২৫) ও কবিতা রানী সূত্রধর (২৪) আহত হয়। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এদিকে অবস্হার অবনতি হলে গুরুতর আহত বিকাশ সূত্রধর ও সীমা রানী সূত্রধরকে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ও কাকাইলছেও ইউপি চেয়ারম্যান মিছবাহ উদ্দিন ভূঁইয়া ঘটনাস্হল পরিদর্শন করেছেন।