কাকাইলছেওয়ে ঝাটকা (ইলিশ) মাছ বিক্রি করায় বিক্রেতাকে ১ হাজার টাকা অর্থদণ্ড, ১৭ কেজি ঝাটকা জব্দ

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

নিজস্ব প্রতিনিধি- কাকাইলছেওয়ে ঝাটকা ( ইলিশ) মাছ বিক্রি করার অপরাধে এক বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। একই সময় ১৭ কেজি ঝাটকা জব্দ করা হয়। পর জব্দকৃত ঝাটকা একই এলাকার সৌলরী এতিমখানায় হস্তান্তর করা হয়।
জানা যায়,
ছোট ইলিশ মাছ অর্থাৎ ৮ ইঞ্চির কম ঝাটকা নদী থেকে আহরণ ও বাজারজাতকরণ সরকারিভাবে নিষিদ্ধ। এ নিয়মের তোয়াক্কা না করে কতিপয় অসাধু জেলে নদী থেকে নিষিদ্ধ কারেন্টজালের মাধ্যমে ঝাটকা ( ইলিশ) মাছ নিধন করে আসছে। পর সেগুলো তারা বাজারে বিক্রি করছে। খবর পেয়ে, অভিযানে নামেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খাঁন। উনাকে সহযোগীতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল অনুমানিক সাড়ে ২০ টায় আজমিরীগঞ্জের কাকাইলছেও চৌধুরীবাজারস্হ মাছ বাজারে সরকারি নির্দেশনা না মেনে ঝাটকা (ইলিশ) বিক্রি করার দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে একই এলাকার রসুলপুর গ্রামের বাসিন্দা ও মাছ বিক্রেতা মোঃ মালেক মিয়ার পুত্র মোঃ শাহিন মিয়াকে নগদ ১ হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খাঁনের ভ্রাম্যমাণ আদালত। একই সময় ১৭ কেজি ঝাটকা ( ইলিশ) মাছ জব্দ করা হয়। পর
জব্দকৃত ১৭ কেজি জাটকা মাছ সৌলরী জামে মসজিদ সংলগ্ন এতিমখানায় হস্তান্তর করা হয়।
মৎস্য রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ইউ,এন,ও জানান।




error: Content is protected !!