কাকাইলছেওয়ে দু’বাড়ির সীমানায় গাছের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী সহ আহত ২৫

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০

স্টাফ রিপোর্টার- কাকাইলছেওয়ের রসুলপুরে দু’বাড়ির সীমানায় একটি গাছের মালিকানা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে নারী সহ অন্ততপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত এক নারী সহ ৫ জনকে আশংখাজনক অবস্হায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়,
আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ের রসুলপুরের বাসিন্দা মৃত- তাঞ্জব আলীর পুত্র খুর্শেদ মিয়া ও সংলগ্ন মৃত- কাছু মিয়ার পুত্র শুক্কুর মিয়ার বাড়ির মধ্যবর্তী সীমানায় বেড়ে উঠা একটি গাছের মালিকানা দাবি করে উভয় পরিবার। এ নিয়ে
খুরশেদ মিয়া ও শুকর মিয়া মধ্যে বেশ কয়েকদিন ধরে ওই গাছের মালিকানা নিয়ে দেন দরবার চলে আসছিল।এরই ধারাাবাহিকতা গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৮ টায় ওই ঘটনার জের ধরে দুপক্ষের পক্ষের মাঝে বাক-বিতন্ডা বাঁঁধে। এক পর্যায়ে দুুুু’পক্ষে’র লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষ লিপ্ত হয়।এতে উভয় পক্ষের নারী সহ প্রায় ২৫ জন আহত হয়। কল্পনা বেগম (৪০),বাবুল মিয়া (৪৪),সাইফুল মিয়া (৩২),পারুল বেগম(৪৫) কে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়। বাকিদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাদিন অবস্থায় রাখা হয়। এরা হল,জমির হোসেন(২৪),সেমেদ মিয়া (৪৫),ইকবাল(২২),সাদ্দাম(২০), মুজি মিয়া (৫০),হাবিবুর মিয়া(৬০),,এনায়েত উল্লা (৩২),মালেকা খাতুন(৪৫),মর্জিনা আক্তার (১৫),,আক্তার হোসেন(৩৭),,কবির হোসেন (৩৫),মোস্তাকিন(২১),তাবিদুল মিয়া (৫৪),মুজিবর মিয়া (৫০) ও তৈয়ব আলী (৫০)।




error: Content is protected !!