কালীগঞ্জে শাহিন হত্যাকান্ড-মুলহোতা বাবুকে ঠাকুরগাও থেকে আটক আলামত উদ্ধার।

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২১

কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর শাহিন হত্যাকান্ড ঘটনার মুলহোতা জসিম উদ্দিন বাবু নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে কালীগঞ্জ থানার পুলিশ অভিযানে গিয়ে ঠাকুরগাও জেলা থেকে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যাবহৃত খুর, রশি ও নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত ৬ জুন রাতে উপজেলার বালিয়াডাঙ্গার লেদ মিস্ত্রি শাহিনকে গলাই ফাঁস ও খুর দিয়ে দিয়ে হত্যা করে তারা।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান জানান, গত ৬ জুন রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লেদমিস্ত্রি শাহিন হোসেন বাড়ী ফেরার পথে খুন হয়। পরদিন সকালে পুলিশ ওই গ্রামের পালপাড়ার একটি কলা বাগান থেকে তার মরদহে উদ্ধার করে। এরপর ওইদিন রাতেই অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত সন্দেহে আটক হয় ওই গ্রামের বাবুল হোসেন নামে এক যুবক। তারই স্বীকারোক্তিতে পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ঘটনার এক সপ্তাহ পর হত্যাকান্ডের মুলহোতা একই গ্রামের বাবুকে রোববার ভোরে আটক করেছে। এরপর পুলিশ হত্যাকান্ডে ব্যাবহৃত অস্ত্র উদ্ধারে আটক বাবুকে নিয়ে বিকালে ওই গ্রামে যায়। সেখানে একটি মেহগিনি গাছের নিচে পুতে রাখা দাড়ি কামানো খুর, রশি ও মোবাইল উদ্ধার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় থানাতে দু’জনের নামে একটি হত্যা মামলা হয়েছে। এবং হত্যাকান্ডের মোটিভ উ্দঘাটনে পুলিশ আটককৃতদের আরো জিঞ্জাসাবাদ করা হচ্ছে।




error: Content is protected !!