কিশোরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

জেনে বুঝে বিদেশ যাই অর্থ, সম্মান দুটোই পাই” প্রতিপাদ্যকে কেন্দ করে কিশোরগঞ্জে ”বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা ” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান, মাছুমা আক্তার, ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যাগন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ।

এ সময় সহ: পরিচালক মোঃ আলী আকবর বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতাবিষয়ক প্রেজেন্টেশান উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো : আব্দুল কাদির মিয়া।




error: Content is protected !!