কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ বিশ্বরোড বেইলি ব্রিজ নামক এলাকায় সিএনজি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। নিহত মুজিবুর রহমান (২৮) জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী পশ্চিমপাড়া এলাকার জলিল মিয়ার ছেলে। সে ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় শশুর বাড়িতে বসবাস করতো। এই ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৪ আগষ্ট শুক্রবার সকালে মুজিবুর রহমান,তার স্ত্রী ও সন্তান কে নিয়ে সিএনজি অটোরিকশা দিয়ে ময়মনসিংহ যাওয়ার পথে রশিদাবাদ বিশ্বরোড বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মুজিবুর রহমান। এই ঘটনায় সিএনজি অটোরিকশার চালক, নিহতের স্ত্রী, নিহতের সন্তান ও অন্য একজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এদিকে মুজিবুর রহমানের মৃত্যুর খবর শুনে মোটরসাইকেল চালক মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মুজিবুর রহমান শশুর বাড়িতে বসবাস করতেন। কয়েক দিন আগে স্ত্রী ও সন্তান কে নিয়ে পাকুন্দিয়ার নারান্দী পশ্চিমপাড়া এলাকায় নিজের বাড়িতে বেড়াতে আসেন। ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় স্ত্রী ও সন্তান কে নিয়ে শশুর বাড়ী যাচ্ছিলেন সিএনজি অটোরিকশায় চড়ে। এমন সময় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ বিশ্বরোড বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন মুজিবুর রহমান।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মুজিবুর রহমানের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার কবলে পড়া সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে একই স্থানে অনন্যা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের চাপায় একজন স্থানীয় ব্যক্তি নিহত হন। সে রাস্তার পাশে ঘাস কাটতে ছিল এমন সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঐ ব্যক্তি কে চাপা দেয়। এছাড়াও এই স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।