কিশোরগঞ্জের ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের ৪ হাজার নয়শত টাকা জরিমানা আদায়
রুহুল আমিন,কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে স্বাস্থ্য বিধি এবং সরকারী বিধি নিষেধ অমান্য করার কারণে ও মুখে মাস্ক না পড়ে অপ্রযোজনীয় ঘুরাফেরার অপরাধে ১৮ জন পথচারীকে ৪ হাজার নয়শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভৈরবের ফেরীঘাট, গাছতলাঘাট, কালিপুর, চন্ডিবেরসহ বিভিন্ন জায়গায় মাস্ক না পরে অপ্রয়োজনীয় ঘুরাফেরা করায় ১৮ জনকে মোট ৪ হাজার নয়শত টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা
জানা যায়, সোমবার (১৩জুলাই ২০২০) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণসহ জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা বলেন, সরকারি নির্দেশনা কেউ তা মানছে না। মানুষ মাস্ক না পরে অহেতুক রাস্তায় ঘুরাফেরা করছে। মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এজন্য শহর এবং গ্রামের পথচারীদের মাঝে করোনা প্রতিরোধে বাধ্যতামূলক মাস্ক পড়তে সচেতন করা হচ্ছে।
তিনি আরো জানান, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় মানুষের মাঝে করোনা প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । এ সময় সকলকে বাইরে বের হলে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের জন্য সতেচন করা হয়। মাস্ক না পরে অপ্রযোজনীয় রাস্তায় ঘুরাফেরা অপরাধে আজও ১৮ জনকে মোট ৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।