কুষ্টিয়ার উজানগ্রামে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥
কুষ্টিয়ার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জনসচেতনতা মূলক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লা, পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শেখ হাসান মেহেদী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, সদস্য হাবিবুল হক পুলক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ গোলাম মওলা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সামস তানিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আফরোজ আক্তার ডিউ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হানিফ বলেন, আমরা চাই এলাকার মানুষ শান্তিতে বসবাস করবে। কুষ্টিয়ার সব চেয়ে বড় দুর্নাম ছিলো। বিভিন্ন ইউনিয়ন এলাকার গ্রাম পর্যায়ে সামাজিক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব গোলজোগ, হানাহানি হলে সকলে অশান্তিতে থাকে। এতে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটা গোলোজোক হলে মামলা মোকাদ্দমা হলে কোর্ট কাচারীতে হয়রানি হতে হয়। আবার খুন যখম হলে স্বজন হারাতে হতো। এই কুষ্টিয়ায় সেটা দেখতে চাই নাই। আমার কাছে কুষ্টিয়ার সকলে সমান, সকলকে সমান চোখে দেখি। আমি চেয়েছি আপনারা শান্তিতে বসবাস করুন। আমি আপনাদের জন্য শান্তি প্রতিষ্ঠা সহ এলাকায় কতটা উন্নয়ন হয়েছে সেটা আপনারা জানেন। আমার উপর ভরসা রেখে বিগত নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে জনপ্রতিনিধি বানিয়েছিলেন। সেই ভরসার জায়গা থেকে এলাকার উন্নয়ন সহ আপনাদের শান্তিতে রাখতে পারি সেটাই আমার লক্ষ্য ছিলো। এলাকার উন্নয়ন হলে আপনারা সুফল ভোগ করবেন, এলাকায় শান্তি থাকলে আপনারা শান্তিতে থাকবেন। যেটা আগে ছিলো সেটা কিন্তু বর্তমান সমাজে নেই বলে মনে করি। তবে এই ইউনিয়নে যে সামাজিক দ্বন্দ্ব আছে সেটাও দুর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে তা দৃশ্যমান। আওয়ামী লীগ চাই সকলে শান্তিতে বসবাস করুক। সে লক্ষ্যে কুষ্টিয়ার উন্নয়ন সহ সমাজে শান্তি প্রতিষ্ঠা করাই আমার মূল লক্ষ্য ছিলো আগামীতে থাকবে।




error: Content is protected !!