কুষ্টিয়ায় অবশেষে তরমুজ পিস হিসেবেই বিক্রি হচ্ছে তবে কেজির দরে গায়ে লিখে

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

অবশেষে তরমুজ পিচ হিসেবেই বিক্রি হচ্ছে তবে কেজির দরে তরমুজের গায়ে মূল্য লিখে !

বিক্রেতারা আগে মেপে তার দাম নির্ধারন করে দাম লিখে রেখে এবার পিচ হিসেবেই বিক্রি করছে !একজন ক্রেতার সাথে কথা বলার পর তিনি বলেন, তরমুজের কথা কি আর বলবো, হাত দিয়ে নয়,চামচ দিয়ে খাওয়ার মত অবস্থা !

তাহলে কি প্রশ্ন থেকে গেলো তরমুজ বিক্রেতাদের নিয়ন্ত্রণ করতে ব্যার্থ প্রশাসন.?

বিশেষ দ্রষ্টব্য, বেশ কয়েকবার বিশেষ কয়েকটি অভিযান করেও কোনো ফল পাওয়া যায়নি।অভিযানের সময় সবাই বলে পিচ হিসাবেই বিক্রি করবে তরমুজ।অবশেষে এই বিশেষ কায়দা।তাই দ্রুত কুষ্টিয়ার প্রশাসনের কঠোর ওযুগোপোযোগী হস্তক্ষেপ কামনা করছেন কুষ্টিয়ার সচেতন মহল।




error: Content is protected !!