কুষ্টিয়ায় ওজ‌নে তরমুজ বি‌ক্রি সি‌ন্ডি‌কেট লু‌ফে নি‌চ্ছে কা‌ড়ি কা‌ড়ি টাকা।

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

মোঃ শৌভন আহম্মেদ সবুজ নিজস্ব প্রতিনিধি:

তরমুজ পিচ হিসাবে কি‌নে ওজ‌নে বি‌ক্রি করা হ‌চ্ছে কুষ্টিয়া সর্বস্তরে। ফ‌লে ইচ্ছা থাক‌লেও ক্রয় ক্ষমতার বা‌হি‌রে দাম হওয়ায় হতাশ ম‌নে ফির‌ছে অনেকে।

আজ সরোজমিনে কুষ্টিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে তরমুজের দামের বিশাল ফারাক। গত ১-২ বছর আগেও যেখানে তরমুজ পিচ হিসাবে কিনতে পাওয়া যেতো সেখানে এখন প্রতি কেজি ৫০-৫৫ টাকা দরে কিনতে হচ্চে সাধারণ মানুষকে। অথচ বাজারে তরমুজের প্রচুর আমদানি থাকলে ক্রেতারা রয়েছেন ক্রয় ক্ষমতার বাহিরে। কিন্তু প্রশ্ন হলো তরমুজের বাজারে কারসাজি করা সিন্ডিকেট চক্রের সদস্যারা কারা???যারা সবসময় থেকে রায় ধরাছোঁয়ার বাইরে।

খুচরা ক্রেতা/ভোক্তাদের জোট/কমিউনিটি গঠনপূর্বক এলাকাভিত্তিক বিক্রয় কেন্দ্র খুলতে হবে এবং সকল পন্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করে সরাসরি বিক্রির ব্যবস্থা করতে হবে। আর তা নিশ্চিত করতে না পারলে মধ্যস্বত্বভোগী বা দালাদের সিন্ডিকেটের কাছ থেকে সাধারণ ক্রেতাদের মুক্তির কোন উপায় থাকবে না।

কুষ্টিয়ার বাজারে নামপ্রকাশে অনিচ্ছুক এক তরমুজ বিক্রেতা বলেন, তারা তরমুজ বিভিন্ন প্রত্যান্ত গ্রাম থেকে পিচ প্রতি ৩০-৪০টাকায় কিনেন এবং ওজন হিসাবে কুষ্টিয়া ও আশপাশের বাজারে তা ৫০-৬০ টাকা কেজি দরে ২০০-২৫০টাকায় বিক্রি করেন প্রতি পিচ তরমুজ।

তাই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এলাকার মানুষের দাবী ,দ্রুত এর বিহিত না করলে বছরের এই সুস্বাদু ফলটি এবছরো রয়ে যাবে দরিদ্র মানুষের ধরাছোঁয়ার বাইরে।




error: Content is protected !!