কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরীতে পৃথক অভিযানে মোট-৩৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা সহ ২ জন গ্রেফতার।
মাহে আলম, কুড়িগ্রাম, প্রতিনিধি।
কুড়িগ্রাম সদর থানার অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে মোহাম্মদ নুর ইসলাম (৩৫) সাং বামনডাঙ্গা, ইউনিয়ন ও থানা-নাগেশ্বরী কুড়িগ্রাম কে ৫ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। অভিনব কায়দায় গাঁজা মোটরসাইকেলের সিট কভার বেঁধে নিয়ে যাওয়ার পথে ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে গ্রেপ্তার করা হয়েছে।মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।অপরদিকে নাগেশ্বরীতে পুলিশের মাদক বিরোধী অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে দুইটি পন্য পরিবহন ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা সহ ট্রাকের চালককে আটক করা হয়।
২৪শে জুন সোমবার সন্তোষপুর উত্তরব্যাপারীহাটের কদমতলা নামক চারমাথায় রাত ১১ টার দিকে ভুরুঙ্গামারী কুড়িগ্রাম প্রধান সড়কে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা দুইটি ট্রাকে পুলিশ তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো বস্তার পোটলায় বিশেষভাবে রক্ষিত ছিলো। পুলিশের তল্লাশির সময় ট্রাকের চালক কে আটক করা হয়। আটক চালক কুষ্টিয়া ভেড়ামারা পশ্চিম বাইচর দশমাইল গ্রামের রওশন শেখের পুত্র রুবেল শেখ বলে জানা যায়।
মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।