কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। মাহে আলম (কুড়িগ্রাম) প্রতিনিধি।

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন দেশের সূর্য সন্তান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নাজিম খান উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম খন্দকার। আজ সকাল ১০.৩০ টায় গার্ড অব অনার প্রদান করা হয় মুক্তিযুদ্ধের এই অকুতোভয় বীর সেনানীকে। এ সময় বেজে উঠে বিউগলের করুণ সুর। প্রয়াত বীর সন্তানের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।

রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে গার্ড অফ অনারে নেতৃত্ব দেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আকলিমা আক্তার। এ সময় রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল, সাবেক উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব সোলাইমান আলী, অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।

জনাব শাহ আলম খন্দকার রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের বালাপাড়া মনিডাকুয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গতকাল রাত ১১.৪৫ টার সময় মৃত্যুবরণ করেন। গার্ড অফ অনার প্রদানের পরে হাজার হাজার স্থানীয় শুভাকাঙ্ক্ষী তাঁর নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।




error: Content is protected !!