কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতারন।।
মাহে আলম, কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় জাউনিয়ার চর মাদকমুক্ত সমাজ কল্যান যুব সংঘের উদ্দেগে (৩১জুলাই ২০২০ শুক্রবার)ঈদ উপহার বিতারন করা হয়।
সদর ইউনিয়নের জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয়ে মাঠে।
জাউনিয়ার চর মৌজার ছয়টি গ্রাম মিয়াপাড়া,জালচিড়া পাড়া,কাচিনা পাড়া,কড়াই ডাংগী পাড়া,গড়াই মারী,লম্বাপাড়ার দুস্ত,অসহায়,বিধবা,স্বামী পরিত্যাক্ত,বয়স্ক,বন্যার্থ,প্রতিবন্ধীসহ ১৭৫টি পরিবারের মধ্যে লাচ্ছা সেমাই,দুধ,চিনি,সোয়াবিন তেল,চাল দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃআকবর হোসেন (হিরো)উপজেলা চেয়ারম্যান চর রাজিবপুর,কুড়িগ্রাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃআজিম উদ্দিন মাষ্টার।পৃষ্ঠপোষকতা মোঃনুর হোসেন সিংগাপুর প্রবাসী।
অর্থায়নে ছাত্র, শিক্ষক,চাকুরীজীবী,প্রবাসীসহ অনেকেই।এ সময় উপহার পেয়ে নিজের আবেগ প্রকাশ করেন মিয়াপাড়া গ্রামের হবি মিয়া ও পাষাণ আলী বলেন, বাবারা আমি ম্যালা খুশি আমার অনেক উপকার করলাও তোমরা,আল্লাহ তোমাগো বালো করবো।
জাউনিয়ার চর মাদকমুক্ত সমাজ কল্যান যুব সংঘের সদস্য সিংগার কাইয়ুম চৌধুরী,মাইদুল ইসলাম,রেজাউল করিম,মাহে আলম,সজিব,ওবাইদুল,শাহজামাল জুবায়ের, মাজিদুল,জাহিদ,সাইদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। ভিডিও কলে সংযুক্ত হয়েছিলে দুবাই,সিংগাপুর, ওমান,ইরাক মালেশিয়া,কাতার থেকে অনেকেই। অনুষ্ঠানে সামাজিক দুরুত্ব বজায় রেখে সবাইকে ঈদ উপহার হাতে হাতে দেওয়া হয়।