কুয়াকাটায় সৈকতে একের পর এক ভেসে আসছে অর্ধগলিত মৃত কচ্ছপ ॥

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কুয়াকাটা সৈকতে একের পর এক ভেসে আসছে
বিশাল আকৃতির অর্ধগলিত মৃতকচ্ছপ। শনিবার শেষ বিকেলের দিকে কুয়াকাটা
সৈকতের জিরো পয়েন্টের পূর্বপার্শ্বে পর্যটন পার্ক সংলগ্ন সৈকতে একটি মৃত
কচ্ছপ দেখতে পায় স্থানীয়রা। এটির ওজন প্রায় পয়ত্রিশ কেজি বলে ধারণা করা
হচ্ছে।

পরিবেশকর্মী মাসুম বিল্লাহ এ প্রতিনিধিকে জানান, তিনি শেষ বিকেলের দিকে
কুয়াকাটা সৈকতে ঘুরতে গিয়ে অর্ধগলিত কচ্ছপটি ঢেউয়ের সাথে ভেসে আসতে
দেখেন। তার মতে, এটি অন্তত এক সপ্তাহ আগে মারা গেছে। এটির ওজন ৩০ থেকে ৩৫
কেজি হতে পারে।

স্থানীয় বাসিন্দা ইয়াছিন ফরাজী এ প্রতিবেদককে বলেন, এটি জোয়ারের স্রোতে
ভেসে এসে সৈকতের বালুতে আটকে আছে। এটি এখনো অপসারণ অথবা বালু চাপা দেওয়া
হয়নি। কচ্ছপটি অর্ধগলিত হওয়ার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।

ইকোফিস-২, ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি
গনমাধ্যমকে জানায়, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়, তাই এরা উপকূলে চলে
আসে। উদ্ধার হওয়া মৃত কচ্ছপটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া ।
এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে।

উল্লেখ্য, গত এক মাসের মধ্যে কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন, রাজকাঁকড়াসহ ১২টি
মৃতকচ্ছপ উদ্ধার করা হয়েছে।




error: Content is protected !!