কুয়াকাটায় ২টি মাছধরা ট্রলারসহ ২৩ জেলেকে গ্রেফতার করলো কোস্টগার্ড ॥

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি   ঃ   কুয়াকাটায় বঙ্গোপসাগর থেকে মাছ শিকার
করে তীরে ফেরার সময় দুটি মাছধরা ট্রলারসহ ২৩ জেলেকে গ্রেফতার করেছে
কোস্টগার্ড। এসময় ট্রলারে থাকা ১১ লাখ মিটার জাল এবং ৩০০ কেজি সামুদ্রিক
মাছ জব্দ করা হয়। শুক্রবার দুপুরে আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন সাগরে
অভিযান চালিয়ে ট্রলার দুটি গ্রেফতার করে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ
আদালতে ট্রলার দুটির মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দকৃত মাছ নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করে ট্রলারসহ জেলেদের
ছেড়ে দেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ
তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২০ মে ২০২২ থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫দিন সামুদ্রিক মাছ
শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।




error: Content is protected !!