কে হবেন নন্দীগ্রাম  পৌরসভার মেয়র 

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ
আজ ৩০ জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। কে হবেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র তা এখন দেখার বিষয়। নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫ হাজার ৯শ’ ৪৪ জন ভোটার রয়েছে। আজ তারা ভোটাধিকার প্রয়োগ করবে। মেয়র পদে ৩, ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও ৩ সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৪ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ জানুয়ারি মধ্যরাতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ। ইতোমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী টহল দেয়া শুরু করেছে। ভোটাররাও ভোট দিতে প্রস্তুত রয়েছে। ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এদিকে জয়-পরাজয় নিয়ে টেনশনে রয়েছে প্রার্থীরা। ২৮ জানুয়ারি দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ৩ মেয়র প্রার্থীর সাথে মতবিনিময় করেছেন। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো প্রকার অন্যায় অনিয়ম হবে না। এ জন্য সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। রিটানিং অফিসার নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত। নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। 




error: Content is protected !!