কোটচাঁদপুরে উপজেলা ও পৌর আঃলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

মোঃ আশাদুল ইসলাম কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেচ্ছা মিকি”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলী”র সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি।
সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝিনাইদহ ৩ আসনের মাননীয় এমপি শফিকুল আজম খান চঞ্চল,জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি,ঝিনাইদহ সদর আঃলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,। পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জয়,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,জেলা জাসদ নেতা শামীম আক্তার বাবু,পৌর আঃলীগের সদস্য কাজী আলমগীর, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মীর কাশেম আলী প্রমুখ।
বক্তারা বলেন ৩০শে জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীকে যেকোন মূল্যে জয়যুক্ত করতে হবে।

এসময় উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, উপজেলা আঃলীগের সিনিঃসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান, পৌর আঃলীগের সদস্য গোলাম সরোয়ার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহিদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মীর মনিরুল আলম,যুগ্ম আহবায়ক আজম বিশ্বাস, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল, সাধারণ সম্পাদক শেখ সোহেল আরমান,জেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ শাহিন,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলামীন, সাবেক সাধারণ সম্পাদক শ্রী প্রদিব কুমার,ছাত্রনেতা রুবায়েত ইসলাম রাহুল,কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল ইসলাম, অপু শেখ সহ উপজেলা ও পৌর আঃলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




error: Content is protected !!