মোঃ আশাদুল ইসলাম কোটচাঁদপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সহিদুজ্জামান সেলিম। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।সহিদুজ্জামান সেলিম (মোবাইল) প্রতিক নিয়ে মোট ভোট পেয়েছেন ৮ হাজার ৩৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির এসকে সালাউদ্দিন বুলবুল সিডল ধানের শিষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১২৮ ভোট। এছাড়া বর্তমান মেয়র জাহিদুল ইসলাম জাহিদ (নারিকেল গাছ) প্রতিক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট। অপর দিকে আঃলীগের মনোনিত প্রার্থী শাহাজান আলী (নৌকা) প্রতিক নিয়ে ২ হাজার ৩৮ ভোট পেয়েছেন।এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে উপজেলা পরিষদের সেমিনার ভবনে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান ফলাফল ঘোষণা করেন।কোটচাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৪৯৩ জন।