
রাজবাড়ীর কালুখালি উপজেলার মৃগী ইউনিয়নের বানজানা গ্রামের প্রদীপ কুমার ঘোষ এর স্ত্রীর সখের বাহাদুর এখন কোরবানির উপযোগী। কোরবানির ঈদকে সামনে রেখে আসন্ন ঈদুল আজহার হাটে বিক্রির জন্য পরম যত্নে বাহাদু কে বড় করেছেন প্রদীপ কুমারের স্ত্রী।
নিজ বাড়িতে প্রায় ১৫ মন ওজনের বড় ষাঁড় পালনে করে চমক দেখিয়েছেন তিনি। বাহাদুর কে দেখতে এখন প্রায়ই ভীড় জমে প্রদীপ ঘোষের বাড়িতে।
গরুর মালিক প্রদীপ ঘোষ এর স্ত্রী জানান, উন্নত জাতের গরু এটি। আমাদের গ্রামে সাধারণত সবাই গরু পালন করে আমিও করি দীর্ঘ দিন যাবত। এই গরুটিও আমার বাড়ির জন্ম থেকে আমি লালন পালন করছি। ওকে সাধারণ খাবার দিয়েই এত বড় করে তুলেছি। ওর বয়স ২ বছর, আমি এই গরু রাখার তেমন ব্যবস্থা নাই ফলে এবারি বিক্রি করে দিবো।
তিনি আরো বলেন, বাহাদুর কে প্রতিদিন খড় ও ঘাষ বাদেই খৈল ভুষি, ভাতের মার, খুদিসহ অন্তত ১০ কেজি খাবার দিতে হয়। ইতিমধ্যে কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতাদের অনেকেই আসা যাওয়া করছেন। ন্যায্য মূল্য পেলে বাহাদুর কে এবারের ঈদে বিক্রি করা হবে বলে জানান।
এদিকে করোনার এই সময়ে হাটে বাহাদুর কে বিক্রি করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন প্রদীপ ঘোষ। তিনি বলেন, ‘বাহাদুরের পেছনে প্রতিদিন অনেক টাকা খরচ হয়। তার নিরাপত্তা দিতেও এখন রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।তিনি আরও বলেন, ‘এত বড় ষাঁড় ট্রাক বা কোনো যানবাহনে নেয়াও কঠিন। করোনার কারণে হাটে তোলা না গেলে বেশ বিপদে পড়ে যাবো।
তাই তিনি প্রতিবেদকে বলেন আমার ফোন নাম্বার দিতে, যাতে করে অনলাইনে দেখে যোগাযোগ করতে পারে ক্রেতা। প্রদীপ ঘোষ মোবাইল ০১৯৯৫১৪৯৭০৩ কারো পছন্দ হলে যোগাযোগ করুণ।