ক্ষুদ্র নৃ-গোষ্ঠি দলিত সম্প্রদায়ের মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই-সাইকেল বিতরণ
মোঃ বাবলু মল্লিক : নড়াইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের জীবনমান উন্নোয়নের লক্ষ্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রাপ্ত সদর উপজেলা পর্যায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠি ও দলিত মেধাবি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। আজ (১৭জুন) বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাই-সাইকেল বিতরণ করেন,প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা। সমাজের পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের ৯জন ছাত্রী ও ১১ জন ছাত্রের মাঝে ২০টি বাই-সাইকেল ও একশত জনকে শিক্ষা বৃত্তি হিসাবে নগদ অর্থ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিমের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা সহকারি কমিশনার( ভূমি) কৃষ্ণা রায়, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভূঁইয়া,আদিবাসী ও দলিত সম্প্রদায়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।