খুলনা জেলা ছাত্র ও মহানগর যুব পরিষদের বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেক্স

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২১

মোঃ ইউসুফ শেখ,, খুলনা।।
চলছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছে শিক্ষার্থীরা। করোনার কারণে কয়েক দফায় পিছিয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতকের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ঢাবির ভর্তি পরীক্ষা।
সরোজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার জন্য খুলনা ছাত্র-যুব অধিকার পরিষদের আয়োজন।
খুলনা জেলা ছাত্র যুব অধিকার পরিষদ ও খুলনা মহানগর যুব অধিকার পরিষদের আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ ইউনিট’ ভর্তি পরীক্ষার কেন্দ্র খুলনা বিশ্ববিদ্যালয়ের হেল্প ডেক্স। উক্ত হেল্প ডেক্স এর স্বেচ্ছাসেবকের দায়িত্ব উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন রাজ খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খুলনা মহানগর যুব অধিকার পরিষদের আহবায়ক। এছাড়া আরো উপস্থিত ছিলেন আনিসা, রাজু হাওলাদার, আলামিন বাপ্পি এবং খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

সহযোগিতার মধ্যে যা যা রয়েছে, প্রয়োজনীয় তথ্য সরবরাহ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনকরণ, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চলাচলের সুবিধার্থে বাইক সার্ভিস, কলম ও আনুষঙ্গিক শিক্ষা উপকরণ বিতরণ, সুপেয় খাবার পানির ব্যবস্থা, শিক্ষার্থীদের ব্যবহৃত অথচ পরীক্ষা কেন্দ্রে বহন অনুপযোগী জিনিসপত্র রাখার ব্যবস্থা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইলচেয়ার ও প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহ, অভিভাবকদের বিশ্রাম গ্রহণের ব্যবস্থা, তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য মেডিকেল ক্যাম্প ইত্যাদি।

স্বেচ্ছাসেবকরা জানান, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে বিপদে পড়েন শিক্ষার্থীরা। তাদের যাতে কোনো ধরনের সমস্যায় না পড়তে হয়, সে জন্য সহযোগিতা করতে হেল্প ডেস্ক বসিয়েছেন তারা। এদিকে অনেক শিক্ষার্থী ও অভিভাবক স্বেচ্ছাসেবকদের সহযোগিতা পেয়ে খুশি হয়েছেন এবং তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




error: Content is protected !!