খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

মোঃ রায়হান আলী,(ব্যুরো প্রধান),খুলনাঃ-

বিশ্বের অন্যান্য দেশের মত আজ(৩১ মে) রবিবার এদেশেও বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় আজ খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ দিবসটি উদযাপন করা হয়। এ দিবসটির স্লোগান ছিল”তামাক কোম্পানির কূটচাল রুখে দাও,তামাক ও নিকোটিন থেকে তরুণদের বাঁচাও”এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ উদযাপিত হয় বিশ্ব তামাক মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে আজ খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির আলোচনা সভা। এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,খুলনা মোহাম্মদ হেলাল হোসেন ।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,খুলনা মোঃ ইউসুপ আলী,ডেপুটি সিভিল সার্জন,খুলনা,পুলিশ সুপার,খুলনা’র প্রতিনিধিসহ জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত সভায় তামাকজাত পন্যের কুফল ও তামাক ব্যবহার নিয়ন্ত্রণে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে বিশদ আলোচনা হয়।




error: Content is protected !!